প্রকাশিত: Wed, Dec 14, 2022 2:54 PM
আপডেট: Tue, Jul 1, 2025 7:59 PM

ফুসফুসের ক্যান্সারে আক্রান্তদের মুখে খাওয়ার ওষুধের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

খালিদ আহমেদ: ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত রোগীদের জন্য মার্কিন কোম্পানি মিরাতি থেরাপিটিক্সের ওষুধ অ্যাডাগ্রাসিবের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের সরকারি নিয়ন্ত্রক সংস্থা ইউএস ফুডস অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। মঙ্গলবার এফডিএ এই অনুমোদন দেয় বলে বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ জানা গেছে।

অন্যান্য ক্যান্সার রোগীদের মতো ফুসফুস ক্যান্সারে আক্রান্তরা রোগীরা প্রাথমিক, গুরুতর এবং অন্তিম স্তর পার করেন।  এফডিএ বলেছে, মিরাতি থেরাপিটিক্সের এই ওষুধটি ফুসফুস ক্যান্সারের প্রাথমিক ও গুরুতর পর্যায়ের রোগীদের সুস্থতার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম। এফডিএর এক কর্মকর্তা বলেন, এফডিএর এ সংক্রান্ত পরীক্ষায় অ্যাডাগ্রাসিব বেশ সফলভাবেই উত্তীর্ণ হয়েছে।

এ বিষয়ে মিরাতির শীর্ষ নির্বাহী ডেভিড মিক বলেছেন, এখন থেকে ‘ক্রাজাতি’ নামে যুক্তরাষ্ট্রের ওষুধের বাজারে নিয়মিতই পাওয়া যাবে এই ওষুধটি। খুচরা বাজারে ২০০ মিলিগ্রাম ওজনের ১৮০টি ট্যাবলেটের প্রতিটি বোতলের দাম পড়বে ২০ লাখ ৪৮ হাজার ৬৬৭ টাকা।

তিনি আরো জানান, এফডিএর অনুমোদনের জন্য আবেদনের আগে এই ওষুধটির একাধিক মেডিকেল ট্রায়াল পরিচালনা করেছে মিরাতি থেরাপিটিক্স। সেসব ট্রায়ালের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, প্রাথমিক স্তরের ফুসফুস ক্যান্সার রোগীদের শতভাগ এবং গুরুতর পর্যায়ের রোগীদের ৪৩ ভাগ অ্যাডাগ্রাসিব বা ক্রাজাতি সেবনের পর সুস্থ হয়ে উঠেছেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব